এতে বলা হয়, জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, সাবেক নৌবাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক, অসামরিক কর্মকর্তা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।
জানাজার পর সামরিক রীতিনীতি অনুসারে মরহুমকে যথাযথ সম্মান দিয়ে বনানীর সামরিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেইসঙ্গে দাফনকার্য সম্পন্ন করা হয়।
আরও পড়ুন:
এসময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। দাফনকালে প্রথানুযায়ী ফাঁকা গুলিবর্ষণ ও অন্যান্য সামরিক সম্মান প্রদর্শন করা হয়।
পরবর্তীতে নৌবাহিনী প্রধান মুরহুম ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের সহধর্মীনীর হাতে বাংলাদেশ নৌবাহিনীর পতাকা, ক্যাপ, সোর্ড, মেডেল ও ইনসিগনিয়া তুলে দেন।
সরওয়ার জাহান নিজাম ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গতকাল (১০ অক্টোবর) সম্মিলিত সামরিক হাসপাতালে ৭৩ বছরে বয়সে মৃত্যুবরণ করেন।





