এবার বিপিএলে প্রথম সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়

0

চলতি বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্বের শেষের দিকে প্রথম সেঞ্চুরি দেখলো ক্রিকেট প্রেমীরা। এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিশাল বাজেটের তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয় ।

বলে বলে চার ছক্কার মধ্যেই তো আসল সৌন্দর্য টি-টোয়েন্টি ক্রিকেটের। বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া আসর বিপিএল। সেখানে খুব একটা দেখা যায়না তিন অংকের ম্যাজিক সংখ্যা।

|undefined

চলতি বিপিএলে এবারের আসরে ঢাকার দ্বিতীয় পর্ব শেষের গণণা চলছে। তার আগে আসরের প্রথম সেঞ্চুরি উল্লাসে মেতেছেন দর্শকরা। দুর্দান্ত ঢাকার বিপক্ষে নিজের টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে আনন্দমুহূর্তে ৫৭ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন কুমিল্লার তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়।

|undefined

আসরের প্রথম সেঞ্চুরি করতে হৃদয় চার মেরেছেন ৮টি ও ছক্কা হাঁকিয়েছেন ৭টি। এবারের বিপিএল ড্রাফটে কুমিল্লার দল গড়তে খরচ প্রায় সাড়ে চার কোটি টাকা। যেখানে তৌহিদ হৃদয়কে দলে টানতেই খরচ করেছে ১ কোটি ১০ লাখ টাকা।

|undefined

মাঠে নেমে তারই প্রতিদান দেয়ার লক্ষ্যে এমন সেঞ্চুরি দেশের উঠতি এই ক্রিকেটারের।

বিপিএল ইতিহাসে সেঞ্চুরির রেকর্ড আছে মাত্র ৩০ বার। যে তালিকায় বিদেশি ক্রিকেটারদের নামই বেশি। সবশেষ হৃদয়ের সেঞ্চুরি নিয়ে বাংলাদেশি খেলোয়াড়দের সংখ্যা দাঁড়িয়েছে সাতে।

|undefined

হাফ সেঞ্চুরি আর সেঞ্চুরিতে বিপিএলের মতো ঘরোয়া আসরগুলোর উন্মাদনা স্বাভাবিকভাবে দ্বিগুণ হয়। আসর শেষের আগে ক্রিকেটারদের ব্যাটে তিন অংকের সংখ্যা আরও বেশি দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।

এসএস