ফুটবল
এখন মাঠে
0

হংকংয়ে মেসি না খেলায় বিপাকে আয়োজকরা

মেসির দুঃখ প্রকাশ

ইনজুরির কারণে হংকং একাদশের বিপক্ষে ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেনি লিওনেল মেসি। এতে আয়োজকদের দেয়া ২৩ কোটি টাকা অর্থ বরাদ্দ কেটে নিয়েছে হংকং সরকার। অন্যদিকে স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার দর্শকের সামনে খেলতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মেসি।

ইন্টার মায়ামি তাদের প্রাক মৌসুম প্রস্তুতির জন্য বর্তমানে এশিয়া সফরে রয়েছে। তারই অংশ হিসেবে হংকংয়ে মেসির দল একটি প্রীতি ম্যাচ খেলেছে। তবে এ ম্যাচে আগ্রহের কেন্দ্রে ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এই খেলাকে কেন্দ্র করে হংকংয়ে চলছিলো নানাবিধ বাণিজ্য। ৪০ হাজার মানুষ স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পেয়েছিল ন্যূনতম ১৪ হাজার টাকায় টিকিট কেটে। তবে পুরো আয়োজনই অর্থহীন হয়ে যায়, যখন ফুটবল জাদুকরের খেলা দর্শকরা দেখতে না পায়। এ নিয়ে বেজায় চটেছে হংকংয়ের মানুষ। এমনকি তাদের টিকিটের টাকাও ফেরত চাচ্ছে। তার কিছুটা আঁচ পাওয়া যায় ম্যাচের দিন গ্যালারির দিকে তাকালে।

এবার মেসি মাঠে না খেলায় এর মাশুল দিতে হলো আয়োজক কমিটি ট্যাটলা এশিয়াকে। হংকং সরকারের দেয়া প্রায় ১৬ মিলিয়ন হংকং ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ কোটি টাকা ফেরত নিয়েছে তারা।

তবে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিওনেল মেসি। তিনি জানান, ফুটবলারদের ইনজুরি যেকোন সময়ই হতে পারে। তবে ভবিষ্যতে আবারও হংকংয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

মেসির ইন্টার মায়ামি বর্তমানে জাপানে অবস্থান করছে। সেখানকার ক্লাব ভিসেল কোবের সঙ্গে আরেকটি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। সে ম্যাচে লিওনেল মেসির খেলার সম্ভাবনা রয়েছে।