অর্থনীতি
0

মেলায় ক্রেতাদের ভিড় বাড়ার সঙ্গে বিক্রি বেড়েছে

বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ার পাশাপাশি বিক্রিও বেড়েছে। আর ইলেকট্রনিক্স পণ্যের স্টলগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করতে মূল্যছাড়ের পাশাপাশি ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে।

পেঁয়াজ, আলু, গাজর বা টমেটো কিছুই যেন সবজি কাটারের কাছে টিকতে পারছে না। ঘণ্টার কাজ মিনিটেই হয়ে যাচ্ছে।

রান্নার কাজ সহজ করতে প্রতি বছরই বাণিজ্য মেলায় সবজি কাটারের স্টল নিয়ে আসে বিভিন্ন কোম্পানি। চটপট নাস্তা রেডি করা যায় আর সময় সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের কাছে চাহিদাও বেশি থাকে। শুধু গৃহিণীরাই নয় হলে বা মেসের শিক্ষার্থীরাও এসব পণ্য কিনছেন।

ক্রেতারা বলেন, ‘এগুলো দিয়ে সহজে সবজি কাটা যাবে। আমাদের সময়ও সাশ্রয় হবে।’

বিক্রেতারা বলেন, এই কাটার দিয়ে সব ধরনের সবজি কাটা যাবে। এসব কাটার যে কারোর পছন্দ হবে, আর ছাড়ও রয়েছে।

ক্রেতা আকর্ষণের জন্য সবজি কাটারেও নানান ছাড় রয়েছে। একটি প্যাকেজেই ৮ থেকে ৯টি পণ্য পাওয়া যায়। এছাড়া রুটি মেকারের স্টলগুলোতেও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কোন রকম ঝামেলা ছাড়া কম সময়ে বেশি রুটি বানানো যায় এবং দাম নাগালে থাকায় চাহিদাও বেশি এসব পণ্যের।

প্রতিবছর বাণিজ্য মেলায় ইলেকট্রনিক্স পণ্যের স্টলগুলোতে থাকে নানা চমক। অনেক এলাকায় গ্যাসের সমস্যা থাকায় মাইক্রোওয়েভ, রাইস কুকার, ইনডাকশন চুলার বিক্রিও বেড়েছে। এছাড়া ওয়াশিং মেশিনসহ এসব পণ্যে নানা রকম ছাড় ও ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে।

এক ক্রেতা বলেন, মেলায় ইলেকট্রনিক্স পণ্যগুলো ছাড়ে পছন্দমতো পাওয়া যায়। আর কিনেও সুবিধা হয়।

এই সম্পর্কিত অন্যান্য খবর