ফুটবল
এখন মাঠে
0

ইপিএলে চেলসিকে ৪-১ গোলে হারালো লিভারপুল

কিছুদিন আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তার পরের ম্যাচেই ঘুরে দাড়ায় অ্যানফিল্ডের দলটি। নিজেদের মাঠে চেলসিকে উড়িয়ে দেয় ৪-১ গোলে।

তবে এতো বড় জয়েও রয়েছে হতাশার ছাপ। দলটির উরুগুয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজ গড়েছেন গোল মিসের রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাস সংরক্ষণের কাজটা শুরু হয় ২০০৩ থেকে। তার ২০ বছর পর প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে ৪ গোল মিস গোল নুনেজের। যারমধ্যে ছিল একটা পেনাল্টিও।

আরও অবাক করার মতো বিষয় উরুগুইয়ান এই তারকার তিনটা শটেই ফিরে এসেছে বার পোস্টে লেগে। কপাল খারাপ থাকলে যা হয়। আর তাই লিভারপুলের ম্যাচ জয়ের চেয়ে খবরের শিরোনামে ডারউইন নুনেজের গোল মিসের খবরটাই পেয়েছে বেশি প্রাধান্য।

এর বিপরীতে রয়েছে আরেক সফলতার গল্পও। তবে সেটা ফুটবলারের নয়। ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন দ্য রেডসদের গুরু ইয়ুর্গেন ক্লপ। এ মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আগেই। তবে এর আগেই গড়লেন অনন্য এক ইতিহাস।

লিভারপুলের কোচ হিসেবে ২০০ ম্যাচ জয়ের দেখা পেলেন জার্মান এই কোচ। এই মাইলফলক ক্লপের স্পর্শ করছেন ৩১৮ ম্যাচে। তবে তারচেয়েও কম অর্থাৎ ২৬৯ ম্যাচে ২০০ ম্যাচ জয় করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা।

কোচের বিদায়ের সুর বাজলেও ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল রয়েছে শক্ত অবস্থানে। ২২ ম্যাচে ৬ হারের বিপরীতে ১৫ জয়ে টেবিল টপার রেডসরা। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আর লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়া চেলসির অবস্থান ১০ নম্বরে।

এসএসএস