দ্বাদশ জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। রাজনীতিতে সক্রিয় মাশরাফী এবারও বিপিএলের দশম আসরে খেলছেন।
শুধু খেলাই নয় সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন নড়াইল এক্সপ্রেস। যদিও ম্যাশের ফিটনেস নিয়ে সমালোচনা চলছিলো।
এবার সব সমালোচনাকে পাশ কাটিয়ে মাশরাফী বিন মোর্ত্তজা বিপিএল থেকে বিরতি নিলেন। তবে পারফর্ম্যান্সের জন্য নয় জাতীয় সংসদের সরকারি দলের হুইপ নির্বাচিত হওয়ায় বিপিএল থেকে আপাতত সরে দাঁড়ালেন সিলেটের এই অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট কর্তৃপক্ষ। যদিও তারা আশাবাদী সুযোগ হলে আবারও সিলেটের জার্সিতে মাঠে ফিরবেন ম্যাশ।
সিলেট স্ট্রাইকার্সের স্বত্বাধিকারী হেলাল বিন ইউসুফ বলেন, 'মাশরাফী সংসদের হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন। ভবিষ্যতে যদি সুযোগ হয় তাহলে তিনি খেলতে পারবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বেশ কিছুদিন খেলতে পারবেন না।'
বিপিএলের দশম আসরে মাশরাফী শুরু থেকেই খেলছেন। যদিও ৫ ম্যাচে এখন পর্যন্ত তার দল জয়ের দেখা পায়নি। ৩ ইনিংসে বল করে ৭ এর উপরে ইকোনমিতে মাত্র ১টা উইকেট শিকার করেছেন মাশরাফী।