দেশে এখন
শিক্ষা
0

দেশসেরা জাতীয় কলেজ রাজশাহী কলেজ, বেসরকারি ঢাকা কমার্স কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২০১৮ সালের কলেজ র‌্যাংকিং এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ।

র‌্যাংকিং এ দ্বিতীয় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, তৃতীয় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, চতুর্থ ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ও পঞ্চম হয়েছে রংপুরের কারমাইকেল কলেজ।

এছাড়াও জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ নির্বাচিত হয়েছে লালমাটিয়া মহিলা কলেজ আর সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে র‌্যাংকিংয়ে প্রথম থেকে পঞ্চম অবস্থানে থাকা কলেজের অধ্যক্ষদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন উপাচার্য ড. মশিউর রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৮৮১টি স্নাতক পর্য ায়ের কলেজের পারফরম্যান্সের ভিত্তিতে আবেদন যাচাই-বাছাই করে ১২৫টি কলেজ প্রাথমিকভাবে নির্বাচিত হয়।

নির্ধারিত পয়েন্টের ভিত্তিতে জাতীয় পর্যায়ে ৮টি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ০৪টি, সিলেট অঞ্চলে ০৬টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলে ০৮টি সর্বমোট ৭৬টি কলেজ চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

এসএস