বিদেশে এখন
0

মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের মারামারি

মালদ্বীপের সংসদে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। লাথি, ঘুসি, চড়-থাপ্পড়, চুল ধরে টানা, বাঁশি বাজিয়ে স্পিকারের কণ্ঠ স্তব্ধ করে দেয়া, সংসদীয় কার্যক্রম ব্যাহত করতে কিছুই বাদ রাখলেন না প্রেসিডেন্ট মুহম্মদ মুইজ্জুর ক্ষমতাসীন জোটের এমপিরা।

এর জেরে অ্যাম্বুলেন্সে করে সংসদ ছাড়তে হয় বেশ কয়েকজন এমপিকে। মালদ্বীপের সংবাদমাধ্যম আধাধু জানিয়েছে, গেল বেশ কয়েকদিন ধরেই ভারত বিরোধিতাকে কেন্দ্র করে ক্ষমতাসীন জোটের সঙ্গে তীব্র দ্বন্দ্ব চলছে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মুহম্মদ সোলিহের মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি বা এমডিপির।

সোলিহ ভারতপন্থি হিসেবে পরিচিত। আর ক্ষমতাসীন জোটে রয়েছে প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ বা পিপিএম এবং প্রেসিডেন্ট মুহম্মদ মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস বা পিএনসি।

এদিন মালদ্বীপ সংসদে এক গুরুত্বপূর্ণ কার্যক্রম চলার সময় এই দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ওই সময় মালদ্বীপের পার্লামেন্টে বিশেষ অধিবেশন চলছিল। প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন নিয়ে এই অধিবেশন চলছিল বলে জানা যায়।

এসএস