মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের মারামারি
মালদ্বীপের সংসদে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। লাথি, ঘুসি, চড়-থাপ্পড়, চুল ধরে টানা, বাঁশি বাজিয়ে স্পিকারের কণ্ঠ স্তব্ধ করে দেয়া, সংসদীয় কার্যক্রম ব্যাহত করতে কিছুই বাদ রাখলেন না প্রেসিডেন্ট মুহম্মদ মুইজ্জুর ক্ষমতাসীন জোটের এমপিরা।