ফুটবল
এখন মাঠে
0

সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-মালদ্বীপ

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আজ (বুধবার, ১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিংস এরেনায় মাঠে নামার আগে দু'দলই জয় নিয়ে আশাবাদী।

বাংলাদেশ ফুটবল দল সন্ধ্যা ৬টায় দু'টি ফিফা প্রীতি ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপের। সম্প্রতি র‍্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপকে সবশেষ দেখায় ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কিংস এরেনায় আবারও তার পুনরাবৃত্তির লক্ষ্যে চূড়ান্ত অনুশীলনে হ্যাভিয়ের কাবরেরার দল।

গত নভেম্বরের পর প্রায় এক বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেনি মালদ্বীপ। এমনকি মাঠে গড়ায়নি ঘরোয়া লিগও। তারপরেও আত্মবিশ্বাসী মালদ্বীপ কোচ আলী সুজেইন। দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টিই ঝরলো তার কণ্ঠে।

মালদ্বীপ ফুটবল দলের কোচ আলী সুজেইন বলেন, 'আমার দলের খেলোয়াড়দের নিয়ে আমি আশাবাদী। কারণ সবাই জানেন মালদ্বীপ দ্রুতগতির খেলা গেলে এবং ভালো স্ট্রইকিং খেলোয়াড় আছে দলে। তাদের মাঠে ভালো খেলার সামর্থ্য আছে।'

সবশেষ পাঁচ ম্যাচে এক জয় কিংবা সবশেষ আট ম্যাচে মাত্র একবার প্রতিপক্ষের জালে লক্ষ্যভেদে তপু বর্মনদের সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করছে। তবে মাঠেই নিজেদের প্রমাণ করে বছরের শেষটা জয় দিয়েই রাঙাতে চান বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক তপু বর্মন বলেন, 'আমাদের শুধু শেষ আট ম্যাচেই না। অনেকদিন ধরেই এই সমস্যা হচ্ছে। এটা আমাদের মাথায় আছে। আমাদের কোচ এবং সহকারি কোচ অলরেডি এটা নিয়ে কাজ করেছে। এটা মাঠে দেখতে পারবেন সবাই।'

বাংলাদেশ অধিনায়ক তপু বর্মনের কথা শুনে বলে বলতে হয় শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশের ফিনিশিংয়ে নানা সময়ই নানা সমস্যা দেখা দিয়েছে। ম্যাচও হেরে বসেছে শেষ মিনিটে গিয়ে। ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে মালদ্বীপের বিপক্ষে কিংস এরেনাতে জয় চায় বাংলাদেশ।

এসএস