দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও বিরোধী দলীয় উপনেতা হিসেবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করে বলা হয়, সরকারি দলের বিরোধীতাকারী হিসেবে সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টির এই দুই নেতাকে বিরোধী দলীয় নেতা ও উপনেতা হিসেবে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী স্বীকৃতি দিয়েছেন।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩ আসন পেয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে। এর বাইরে জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসন পেয়েছেন।