শুক্রবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজস্ব ভবনে এক সেমিনারে পণ্য খালাসে অতিরিক্ত সময় ব্যয়, এইচ এস কোড নিয়ে জটিলতাসহ নানা সমস্যা সমাধানের দাবি ব্যবসায়ীরা। তবে কাস্টমসের কার্যক্রম নিয়ে ব্যবসায়ীদের বরাবরের মতোই অভিযোগ।
ইনসেপ্টার চেয়ারম্যান ও এমডি আবদুল মুক্তাদির বলেন, 'এলসির পরিমাণে ভুল করে একটা শূন্য বেশি দিয়ে দিলে সেটা শুধরাতে তিনসপ্তাহ সময় লেগে যায়। তাহলে যে উদ্দেশ্যে আপনি কাজটি করলেন সেটা কিন্তু জটিল হয়ে গেলো। ভুল থাকলে সেটা একদিনে সমাধান করতে হবে। তিনসপ্তাহ লাগলে কাজ হবে না।'
রাজস্ব আহরণ না হলে বৈদেশিক ঋণ নিতে হয়। তাই কাস্টমসকে আরও সক্রিয় ও সেবা বাড়ানোর পরামর্শ অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের। বলেন, 'এশিয়ান ডেভোলাপমেন্ট ব্যাংক, বিভিন্ন ডোনার কান্ট্রি আছে যারা আমাদের সহায়তা করে আসছে। কিন্তু এ সহায়তা দিনে দিনে সংকোচিত হয়ে আসছে।'
তবে উৎপাদনমুখী আমদানি-রপ্তানিতে রাজস্ব ছাড়ের কথা স্মরণ করিয়ে দিয়ে রাজস্ব আহরণে কাস্টমস নির্ভরতা আরও কমানোর আভাস দেন এনবিআর চেয়ারম্যান ।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুমিন বলেন, 'আমরা লোকাল কোম্পানিগুলোকে নিয়মিত সমর্থন দিয়ে যাচ্ছি। কারণ আমরা রাজস্ব বৃদ্ধি ঘটাইনি। তিনগুণ যদি আমার আমদানি বৃদ্ধি পায় আর রাজস্ব যদি দিন দিন কমতে থাকে। তাহলে এটাই প্রমাণ করে যে আমরা নিয়মিতভাবে রাজস্বের মাধ্যমে অর্থনীতিকে সমর্থন দিয়ে যাচ্ছি।'
দেশের অর্থনীতির সার্বিক উন্নতি হলেও কাঙ্ক্ষিত কর জিডিপির হার অর্জন হয়নি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আহরণ বাড়াতে কাস্টমসে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কমাতে হবে আমদানি-রপ্তানি ব্যয় ও সময়।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, 'এখনো আমরা কর-জিডিপির অনুপাত সন্তোষজনক পর্যায়ে উন্নীত করতে পারিনি। বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধ করা কাস্টমসের অন্যতম দায়িত্ব। আর এই দায়িত্ব পালনে তাদের সক্ষমতা বাড়ানো অনেক জরুরি। আমি আশা করি কাস্টমস এই দিকটিতে নজর দেবে।'
দেশে আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ বহুদিনের। চট্টগ্রামে কাস্টমস দিবসের আলোচনাতেও উঠে এলো সেকথা। অর্থ পাচার ঠেকাতে ব্যবসায়ীদের সহায়তা চান এনবিআর সদস্য ড. মইনুল খান। বলেন, 'বিভিন্ন গবেষণা বলছে আমদানি-রপ্তানির আড়ালে প্রায় ৭০ শতাংশ অর্থপাচার হয়। সেটার প্রমাণও কিন্তু আমরা পেয়েছি। এ বিষয়গুলো যেন না ঘটে সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।'