সবজির দাম কমলেও বেড়েছে অন্যান্য নিত্যপণ্যের মূল্য

0

শুক্রবার (২৬ জানুয়ারি) ছুটির দিনে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে সবজির সরবারাহ। তাই সবজির দাম কিছুটা কমেছে। তবে অন্যান্য নিত্যপণ্যের দাম ঊর্দ্ধমুখী।

সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়ৎ। ছুটির দিনে দূর-দূরান্ত থেকে সবজি নিয়ে আসেন কৃষক। অন্যান্য দিনের তুলনায় সরবরাহও ভালো। তাই প্রভাব পড়েছে দামেও। সব ধরনের সবজিতে কেজিতে ৫ টাকা কমেছে। সিম ৩৫ থেকে ৪০, আলু ৪০ থেকে ৪৫, ফুলকপি ৩৫ থেকে ৪০, টমেটো ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজে ৫ টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

একজন বিক্রেতা বলেন, 'পেঁয়াজের দাম আজকে একটু বেশি। গতকাল আমরা বিক্রি করেছি ৭৫ টাকা কেজি। আজকে বাজারে ৮০ থেকে ৮৫ টাকা কেজি।'

|undefined

বরিশালে মাছের বাজার। ছবি: এখন টিভি।

বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজারে কমেছে মাছের সরবরাহ। তাই দামও বেড়েছে মাছের। সব ধরনের মাছে কেজিপ্রতি বাড়তি ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

এদিকে, তীব্র শীত ও ঘন কুয়াশায় নদী-সাগরে মাছ শিকার ব্যাহত হওয়ায় বরগুনায় ইলিশসহ সব ধরনের সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে। এতে ইলিশের দাম আকাশচুম্বী। এক কেজি ওজনের ইলিশের দাম গুণতে হচ্ছে ২ হাজার টাকা।

|undefined

চট্টগ্রামে বেড়েছে গরুর মাংসের দাম। ছবি: এখন টিভি।

চট্টগ্রামে গরুর মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। তবে সব ধরনের মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। কিন্তু ডিমের দাম প্রতি ডজনে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়।

এদিকে, চালের বাজার নিয়ন্ত্রণে খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাগুরায় দাম কমেনি। সপ্তাহ ব্যবধানে ৪ থেকে ১০টাকা বেড়ে মোটা ও চিকন চাল বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৭৪ টাকায়।

এসএস