অর্থনীতি
0

বাণিজ্য মেলায় বাড়ছে আসবাবপণ্য কেনা-বেচা

ঢাকা

দিন বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে গুছিয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সপ্তাহের শেষ দিনে ক্রেতা ও দর্শনার্থীর ছিল চোখে পড়ার মতো।

বিশেষ করে আসবাবপত্রের স্টলগুলোতে ছিল ক্রেতার ঢল। ইতোমধ্যেই আকর্ষণীয় অফার আর বিশেষ মূল্যছাড় ক্রেতার দৃষ্টি আকর্ষণে সক্ষম বলছেন বিক্রয় প্রতিনিধিরা।

বসবাসের চারকোণা ঘরকে নান্দনিক করতে আসবাবের প্রতি নারীদের আকর্ষণ বরাবরই বেশি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পঞ্চম দিনে সঙ্গীকে সাথে নিয়ে অনেকেই খুঁজছেন পছন্দের আসবাব। ঘুরে ঘুরে দেখছেন নামিদামী ব্রান্ডের আসবাব দিয়ে সাজিয়ে রাখা প্রতিটি স্টল। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য কম-বেশি সব স্টলেই দেয়া হচ্ছে মূল্যছাড়সহ বিভিন্ন আকর্ষণীয় অফার। তবে সেক্ষেত্রে ছাড় দেয়া হয় নি কোনো পণ্যের গুণগত মানে।

আসবাব শুধুমাত্র ব্যবহারের জন্যই নয়, বরং এতে ঘরের বাহ্যিক সৌন্দর্য এবং রুচির বহিঃপ্রকাশও মনে করেন ক্রেতা। তাইতো কিছুটা সময় নিয়ে হলেও কেনা চাই পছন্দের আসবাব। এমনটাই মনে করছেন মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা।

যুগোপযোগী এবং আধুনিক পণ্যগুলো একই ছাদের নিচে ক্রয় এবং বিক্রয় করতে পেরে খুশি ক্রেতা-বিক্রেতা উভয়ই।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর