পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মেলার ভেতরে একটি দোকানে সিগারেট প্রতিপিস নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য নেয়া হচ্ছিল। এ নিয়ে এক ডুয়েট শিক্ষার্থীর সঙ্গে দোকানির বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে মেলা কর্তৃপক্ষের লোকজন সেখানে গেলে বাকবিতণ্ডার জেরে ওই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে। পরে ডুয়েট ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত ছাত্র ও স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে মেলায় হামলা চালায়। তারা মেলার দোকান, লটারির প্যান্ডেল, মেলার অফিসসহ প্রায় সব স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়।
আরও পড়ুন:
ঘটনার সময় মেলার কনসার্টে সঙ্গীত পরিবেশন করছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। ভাঙচুরের সময় তার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানায়, সিগারেটের দাম বেশি নেয়াকে কেন্দ্র করে এক ক্রেতাকে মারধর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ও ডুয়েটের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে এ হামলা চালায়। হামলার সময় মেলার লোকজন পালিয়ে গেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘চায়ের দোকানির সঙ্গে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডাকে কেন্দ্র করে ডুয়েট শিক্ষার্থীদের সঙ্গে মেলা কর্তৃপক্ষের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে মেলায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেলার কার্যক্রম বন্ধ রয়েছে।’
যদিও এ বিষয়ে মেলা কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি।
প্রশাসনের অনুমতি ছাড়া প্রায় দু’মাসব্যাপী চলমান এই মেলায় লটারি জুয়া নিয়ে শুরু থেকেই স্থানীয়দের আপত্তি ছিল। সেই আপত্তি উপেক্ষা করে দীর্ঘদিন যাবৎ এই মেলা চলমান ছিল। এতে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বৃদ্ধি পাচ্ছিল।





