সার্কভুক্ত দেশে ব্যবসা সম্প্রসারণ ও যোগাযোগ জোরদারের তাগিদ বাণিজ্য সচিবের

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান | ছবি: সংগৃহীত
0

সার্কভূক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক যোগাযোগ জোরদার করার তাগিদ দিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) চার দিনের সাউথ এশিয়া বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার সকালে চার দিনব্যাপী সাউথ এশিয়া বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সার্কভূক্ত দেশগুলোর ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, সার্কের আওতাভুক্ত দেশগুলোর অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ করা জরুরি।

আরও পড়ুন:

এর মাধ্যমে শুধু ব্যবসায়িক স্বার্থ নয়, দেশগুলোর ঐতিহ্য ও সংস্কৃতিও ফুটে উঠবে। চার দিনের এ মেলায় অংশ নিয়েছে শতাধিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কার বিভিন্ন পণ্যের স্টল।

তবে ভারত, নেপাল, ভুটানের কোন স্টল এবার অংশ নেয়নি। মেলায় তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, জুয়েলারি, কসমেটিকস, হোম অ্যাপ্লায়েন্স, প্রক্রিয়াজাত খাদ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে।

সেজু