২০২২ এর জুলাইতে ঢাকা-টরন্টো ফ্লাইট দিয়ে নতুন করে শুরু হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট সম্প্রসারণ। এরপর এক এক করে চীনের গুয়াংঝু, জাপানের নারিতা আর ভারতের চেন্নাইতে ডানা মেলেছে বিমান।
এরইমধ্যে ঢাকা-নারিতা ফ্লাইটের মাধ্যমে কানাডার পশ্চিম উপকূলীয় শহর ভ্যানকুভার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে যাত্রী নিয়ে যাবার ব্যবস্থাও করছে বিমান। কোড শেয়ারিং এর মাধ্যমে বিমানের টিকিটেই মিলবে এই সুবিধা।
২০২৪ সালেও রুট সম্প্রসারণের এই ধারা বজায় রাখতে চায় রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি। চলতি বছরের মার্চেই যেতে চায় ইতালির রোমে। এরপরে তালিকায় আছে চীনের কুনমিং ও ফিলিপাইনের ম্যানিলা।
রোম যাত্রার জন্য বিমান বেছে নিয়েছে স্বাধীনতা দিবসকে। যদিও ফ্লাইটটি সরাসরি নাকি ট্রানজিট দিয়ে যাবে সে বিষয়ে সিদ্ধান্ত এখনও বাকি। তবে সপ্তাহে ৩ টি ফ্লাইট দিয়ে শুরু হবে এ যাত্রা।
রুট সম্প্রসারণে বিমান ইউরোপকে প্রাধান্য দিলেও এশিয়ার বিভিন্ন দেশকেও রেখেছে পাখির চোখে। এ বছরের শেষ নাগাদ ঢাকা ম্যানিলা ফ্লাইটেরও প্রস্তুতি নিচ্ছে দু'দেশ। শুরু হয়েছে বাংলাদেশ ফিলিপাইনের ২৬ বছরের পুরনো বিমান চলাচল চুক্তি হালনাগাদের কাজ।
বর্তমানে বিশ্বের ৭০টি দেশের সাথে বিমান চলাচল চুক্তি থাকা এ এয়ারলাইন্সটি ২২টি রুটে চলাচল করছে।