দেশে এখন
0

ডুবে যাওয়ার ৮ম দিনে উদ্ধার হলো ফেরি 'রজনীগন্ধা'

মানিকগঞ্জ

উদ্ধার অভিযান সমাপ্ত করলো বিআইডব্লিউটিসি

বৃহস্পতিবার ২৫ (জানুয়ারি) মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ৮ম দিনে রজনীগন্ধা ফেরিটি উদ্ধার করা হয়। এটিকে মেরামতের জন্য নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। এর মধ্যদিয়ে শেষ হলো উদ্ধার অভিযান।

এর আগে গত ১৭ জানুয়ারি সকালে ৯টি ট্রাক নিয়ে ফেরিটি ডুবে যায়। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম গত কয়েকদিনে সবগুলো ট্রাক উদ্ধার করে।

গত শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলে পৌঁছে ফেরি উদ্ধার কাজে অংশ নেয় জাহাজ প্রত্যয়। টানা পাঁচদিনের চেষ্টায় গতরাতে ফেরিটি উদ্ধারে সক্ষম হয়। এ ঘটনায় নিখোঁজের কয়েকদিন পর উদ্ধার হয় ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টারের মরদেহ। ৫ সদস্যের তদন্ত কমিটি'র প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানায় বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান ড. এ.কে.এম মতিউর রহমান বলেন, 'বৈরি আবহাওয়ার কারণে একটু সময় লেগেছে এবং আজকেই ফেরিটি উঠলো। এখন ফেরিটির কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কোথাও ফাটল ,গর্ত এবং ইঞ্জিনের কোন ত্রুটি ছিলো কিনা।'

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর