এখন ভোট
দেশে এখন
0

দুই সিটিসহ ২৩৩ টি স্থানীয় সরকার নির্বাচনের ভোট ৯ মার্চ

বুধবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ২৩৩টি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি জাহাংগীর আলম।

মার্চ মাসের ৯ তারিখ এ নির্বাচনের ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন তিনি। এই দিন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন ও ময়মনসিংহ সিটি করপোরেশনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। এছাড়া, ৩ টি পৌরসভায় নির্বাচন, ১৫ টি পৌরসভায় উপ-নির্বাচন, ১৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, ১৯০ টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন এবং ৭ টি জেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব বলেন, সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে ভোট আরও বেশি অংশগ্রহণমূলক হবে বলে জানিয়েছেন ইসি সচিব। বিএনপিসহ সব দলকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষদিন ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি।

বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে ১৯ ও ২০ তারিখে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ করা হবে ২৩ ফেব্রুয়ারি।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর