বিদেশে এখন
0

প্রথমবার ম্যালেরিয়ার টিকা দেয়া শুরু করেছে ক্যামেরুন

মশাবাহিত সংক্রামক ব্যাধি ম্যালেরিয়া প্রতিরোধে বিশ্বে প্রথমবারের মতো নিয়মিত টিকাদান কর্মসূচি চালু করেছে ক্যামেরুন। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে আফ্রিকাজুড়ে কমে আসবে শিশু মৃত্যুর হার।

আয়তন ও জনসংখ্যার দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। গেল কয়েক বছরের পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে যতসংখ্যক মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন তার ৯৫ শতাংশই আফ্রিকার নাগরিক।

শুধু তাই নয়, ২০২১ সালে বিশ্বে ম্যালেরিয়ায় মারা যাওয়া মোট রোগীর প্রায় ৯৬ শতাশংই আফ্রিকার বাসিন্দা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র হিসেব বলছে, প্রতিবছর এখানে ম্যালেরিয়ায় মারা যান প্রায় ৬ লাখ মানুষ। যাদের বেশিরভাগই শিশু।

ম্যালেরিয়া রোগ প্রতিরোধে, এবার প্রথমবারের মতো নিয়মিত টিকাদান কর্মসূচি চালু করলো মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন। দেশটির একটি স্বাস্থ্যকেন্দ্রে এক কন্যাশিশুকে টিকা দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হয় এই কর্মসূচি। ছয় মাস বয়স পর্যন্ত সকল শিশুকে বিনামূল্যে দেয়া হবে ম্যালেরিয়ার আরটিএসএস ভ্যাকসিন।

ক্যামেরুনের ৪২টি জেলায় ছয় মাস বয়সী শিশুদের অসুস্থতা এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি। এসব জেলার শিশুদের দুই বছর বয়স পর্যন্ত নিতে হবে ভ্যাকসিনের ৪টি ডোজ। প্রথমবারের মতো এই কার্যক্রম চালু হলেও, দেশটির নাগরিকদের মাঝে টিকার সুরক্ষা এবং কার্যকারিতা নিয়ে রয়েছে, ভয় ও সংশয়।

এক অভিভাবক বলেন, 'ভ্যাকসিন সম্পর্কে প্রথমে আমি জানতাম না, আমাকে সচেতন করা হয়নি। ম্যালেরিয়া এড়াতে আমার সন্তানকে টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভ্যাকসিন সর্ম্পকে সকলের মাঝে প্রচার বাড়ানো গেলে এর সুফল মিলবে।'

দেশটির টিকা কর্মকর্তাদের দাবি, ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর। টিকার কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে সকলকে আশ্বস্ত করার চেষ্টা চলছে বলেও জানান সংশ্লিষ্টরা।

দেশটির একজন টিকা কর্মকর্তা বলেন, 'বিষয়টি খুব দুঃখজনক। আমি সত্যিই কামনা করেছিলাম, অনেক লোকজন তাদের সন্তানদের টিকা দিতে আসবে। ভ্যাকসিন নিয়ে অনেকে দ্বিধাগ্রস্ত। টিকা সম্পর্কে জনসাধারণকে জানানো উচিত। যাতে আমরা তাদের ভয়কে দূর করতে পারি।'

প্রায় ৪০ বছর গবেষণা চালিয়ে ম্যালেরিয়া প্রতিরোধে আরটিএসএস ভ্যাকসিন তৈরি করেছে ব্রিটেনের বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিএসকে। মার্কিন গবেষকদের দাবি, ম্যালেরিয়ার এই টিকা ৩৬ শতাংশ কার্যকর।

চলতি বছর বিশ্বের আরও ১৯টি দেশে এই টিকা কার্যক্রম শুরু করতে চায় গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
বিশ্বে প্রতিদিন ১৪০ নারী সঙ্গী-নিকটাত্মীয়ের হাতে হত্যা হয়েছেন

ইউরোপ যেতে অবৈধ অভিবাসীদের নিরাপদ ট্রানজিট ক্যানারি দ্বীপপুঞ্জ

টানা তৃতীয় দিনের মতো বছরের সর্বোচ্চ দূষণের কবলে দিল্লি

চলতি শিক্ষাবর্ষে মার্কিন মুল্লুকে রেকর্ড বাংলাদেশি শিক্ষার্থী
চলতি শিক্ষাবর্ষে মার্কিন মুল্লুকে রেকর্ড বাংলাদেশি শিক্ষার্থী

বছর ব্যবধানে বেড়েছে ২৬%

বাংলাদেশে যাত্রা শুরু করলো ইথিওপিয়ান এয়ারলাইন্স

পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডব্লিউএইচওকে চিঠি দিয়েছে সরকার

সীসাযুক্ত পণ্য নিষিদ্ধের দাবি তরুণদের

ঢাকায় ফ্লাইট আনছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, ২ নভেম্বর থেকে শুরু
ঢাকায় ফ্লাইট আনছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, ২ নভেম্বর থেকে শুরু

চট্টগ্রাম থেকে বছরে ৩০-৪০ লাখ ডলারের দড়ি রপ্তানি
চট্টগ্রাম থেকে বছরে ৩০-৪০ লাখ ডলারের দড়ি রপ্তানি

আফ্রিকাকে ৫১ বিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের

ভয়াবহ খরা ও খাদ্য সংকটে ভুগছে আফ্রিকা

প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে আনুষ্ঠানিক আসন পেলো ফিলিস্তিন
প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে আনুষ্ঠানিক আসন পেলো ফিলিস্তিন