অর্থ আত্মসাৎ ও ভুয়া যোগ্যতার অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের মামলা

দেশে এখন
অপরাধ ও আদালত
0

সূচনা ফাউন্ডেশনের নামে টাকা আত্মসাৎ ও জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে নিয়োগের অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বিরুদ্ধে মামলা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

একই সঙ্গে জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের অভিযোগে পুতুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আরও একটি মামলা করে সংস্থাটি।

এদিন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তার মেয়ে ও কথিত এক শ্যালিকার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের আলাদা মামলা করে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে প্রায় সাড়ে ৩৮ কোটি টাকার 'জ্ঞাত আয়বহির্ভূত' সম্পদ অর্জনের অভিযোগ।

এছাড়াও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদক।

চট্টগ্রামের প্রাইম ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা গ্রুপের মালিক ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার কমার্স ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মোহসিনসহ ১১ জনের নামে মামলা করে সংস্থাটি।

ইএ