চীনে ৭.১ মাত্রার ভূমিকম্প

0

ভূকম্পন অনুভূত নয়াদিল্লী পর্যন্ত

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়ান প্রদেশে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর জোরেসোরে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে প্রশাসন।

কিরগিজস্তান সীমান্তে পাহাড়ি দুর্গম এলাকায় সোমবার মধ্যরাতের এ কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা এতো বেশি ছিল যে ভারতের রাজধানী দিল্লি পর্যন্ত অনুভূত হয়েছে কম্পন। ভূমিকম্পে কয়েকটি বাড়ি বিধ্বস্ত ও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ভূমিকম্পের পর দফায় দফায় আফটারশকও চলছে কেন্দ্রস্থলে।

অঞ্চলটিতে কয়েক হাজার তাঁবু, শীতের পোশাক, বহনযোগ্য বিছানা, চুলাসহ ত্রাণসামগ্রী পাঠাচ্ছে প্রশাসন, পাঠানো হয়েছে উদ্ধারকারী দলও। ভূমিকম্পকবলিত এলাকায় তাৎক্ষণিক ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে জিনজিয়ান রেল কর্তৃপক্ষ। বাতিল হয়েছে ২৭টি ট্রেনের যাত্রা। দুর্ঘটনা এড়াতে চলছে রেলপথ, সেতু ও অন্যান্য স্থাপনা পর্যবেক্ষণের কাজ।

এসএসএস