সিনেমা
সংস্কৃতি ও বিনোদন
0

৬টি ভেন্যুতে ৭৪ টি দেশের সিনেমা

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি সব বয়সের মানুষ দেখতে পারবেন নানা ঘরানার সিনেমা

সপ্তাহের প্রথম কর্মদিবস। তবুও অনেকেই কর্মব্যস্ততা ছাপিয়ে এসেছেন সিনেমা দেখতে। গুটিকয়েক সিনেমা নয়, ৭৪টি দেশের নির্মিত ২৫২ টি সিনেমা দেখার সুযোগ রয়েছে ২২ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সের মানুষ দেখতে পারবেন সিনেমা।

আগত ক্ষুদে দর্শনার্থীদের কারো এনিমেশন, কার্টুন কারো আবার হলিউড আবার অনেকের বাংলা সিনেমা পছন্দের। তারা বলেন,'এখানে (চলচ্চিত্র উৎসব) আসতে পেরে খুব খুশি।'

সিনেমার মেলার ২য় দিনে মূল আকর্ষণ কেড়েছে ইফফাত জাহান মমোর নির্মিত মুনতাসির। মেয়েরা নির্যাতিত হয় জীবনের বিভিন্ন সময়ে। কিন্তু পুরুষরাও তাদের জীবনে কোনো না-কোনো সময় নির্যাতনের শিকার হয়।

যা তারা হয়তো মুখ ফুটে বলতে পারে না। ভিন্নধর্মী এই সিনেমা দেখতে পেয়ে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন তারা।

এক দর্শক বলেন, 'সিনেমাটি (মুনতাসির) অসাধারণ একটি সিনেমা। পুরুষ নির্যাতন নিয়ে নির্মিত ভিন্নধারার এমন চলচ্চিত্র সচরাচর দেখা যায় না।'

অন্য আরেকজন দর্শক বলেন,'এমন আয়োজন আরও বেশি প্রয়োজন। যেখানে ভিন্ন ধারার সিনেমা প্রদর্শিত হবে। তাহলে সকল শ্রেণির দর্শক এমন সিনেমা দেখায় উদ্বুদ্ধ হবে।'

নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ' প্রতিপাদ্য নিয়ে ২২ তম চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ২৮ জানুয়ারি সন্ধ্যায়।

ও হ পা

এই সম্পর্কিত অন্যান্য খবর