তবে আরও ৬টি ট্রাক ফেরির নিচে থাকায় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া নিখোঁজ ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (২০ জানুয়ারি) সকাল পৌনে ১০টা থেকে চতুর্থ দিনের উদ্ধার কাজ শুরু হয়। ফেরিটি প্রায় ৫০ ফুট গভীরে উল্টোভাবে ডুবে আছে। এদিকে আজ থেকে জাহাজ ‘প্রত্যয়’ উদ্ধার কাজ শুরু করেছে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, এই উদ্ধারকাজ শেষ হতে আরও ৩ থেকে ৪ দিন সময় লাগবে।
গত বুধবার সকালে পাটুরিয়া ঘাটের কাছে নয়টি পণ্যবাহী ট্রাক নিয়ে ডুবে যায় রজনীগন্ধা ফেরিটি। এই ঘটনা অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।