দেশে এখন
0

পাটুরিয়ায় ফেরিডুবি : চলছে দ্বিতীয় দিনের উদ্ধারকাজ

মানিকগঞ্জ

পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ কাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ 'রুস্তম'।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর বারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজটি। 'রুস্তম' ট্রাকগুলোকে ক্রেনের মাধ্যমে উঠানোর চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, ডুবে যাওয়া ৯টি ট্রাকের মধ্যে ২টি উঠানো হয়েছে। বাকি ৭টি ট্রাকের খোঁজ চলমান আছে। ফেরিটি যেহেতু উল্টানো অবস্থায় রয়েছে তাই ট্রাকগুলোকে আগে উদ্ধারের চেষ্টা চলছে।

মূলত তীব্র-শীত আর কুয়াশার কারণে কাজের ধীরগতি দেখা দিয়েছে। ডুবুরিরা জানিয়েছেন, 'নদীর তলদেশে পানির স্রোত অনেক বেশি এবং পানির সাথে বালু মিশ্রিত থাকার কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে। সেই সাথে কনকনে ঠান্ডার জন্য বেশি সময় পানির নিচে থাকা যাচ্ছে না।'

আরও একটি উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়' এ কাজে যোগ দিবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। তখন কাজের গতি আরও বাড়বে। নৌবাহিনীর ১১ জন সদস্য দু'ভাগে বিভক্ত হয়ে নিখোঁজের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঘন কুয়াশায় আটকে থাকা রজনীগন্ধা ফেরি পাটুরিয়া নৌ ঘাটের কাছে ৯টি পণ্যবাহী ট্রাক নিয়ে ডুবে যায়। ফেরিটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও ইঞ্জিন মাস্টার হামায়ুন কবিরের খোঁজ এখনো পাওয়া যায়নি। উদ্ধারকাজে বুধবারই যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ 'হামজা'।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর