আলফাডাঙ্গায় ১২৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

উদ্ধারকৃত মূর্তি
উদ্ধারকৃত মূর্তি | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে ১২৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১০। আজ (রোববার, ১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার বুড়াইচ দক্ষিণ পাড়া গ্রামের আকবার শেখের বাড়ির পাশে পুকুরের পাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মূর্তি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম শেখ (৩৫) নামের এক যুবককে আটক করা হয়।

আটক সাদ্দাম বুড়াইচ দক্ষিণ পাড়া গ্রামের আকবর শেখের ছেলে। মূর্তি উদ্ধারের নেতৃত্বে ছিলেন র‌্যাবের ফরিদপুর-১০ কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম।

উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা। উদ্ধারের পর র‌্যাব সদস্যরা মূর্তি ও আটক সাদ্দাম শেখকে আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আরও পড়ুন:

র‌্যাব সূত্রে জানা যায়, একটি চক্র মূল্যবান কষ্টি পাথরের মূর্তি নিজেদের হেফাজতে রেখে পাচারের চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে বুড়াইচ গ্রামের দক্ষিণ পাড়া আকবার শেখের বাড়িতে অভিযান চালানো হয়। পরে বাড়ির পাশে পুকুরের পাড় থেকে লুকিয়ে রাখা মূর্তিটি উদ্ধার করা হয়।

আরও জানা যায়, এসময় মূর্তি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম শেখ নামের এক যুবককে আটক করা হয়। আটক সাদ্দাম ও মূর্তি পাচারের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর-১০ পক্ষ থেকে মামলা করবেন বলেও জানা যায়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘এ ঘটনায় ফরিদপুর র‌্যাব বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে। সাদ্দাম শেখ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।’

এসএইচ