অর্থনীতি
0

নতুন সরকারের পাশে আছে বিশ্বব্যাংক, এডিবি

বিশ্বব্যাংক ও এডিবি নতুন সরকারের পাশে আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেকের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থিক খাতে সংস্কার জরুরি, এই সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

সামনের দিনগুলোতে বিশ্ব ব্যাংক বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায় বলেও জানান অর্থমন্ত্রী।

বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক

বাংলাদেশের মুদ্রা বিনিময় হার, মুদ্রানীতি, সুদের হার সংস্কারের পাশাপাশি মূল্যস্ফীতি কমানোর কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শের কথা উল্লেখ করে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই শেখ বলেন, 'বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ৫২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা করেছে বিশ্বব্যাংক। আরও ১৬ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এ সহায়তা করা হবে।'

এডিবি'র কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং

এদিকে বিকেলে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিংয়ের সাথে বৈঠকে বসেন অর্থমন্ত্রী। সেখানেও দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বর্তমান সরকার পুনরায় ক্ষমতায় আসায় এডিবি খুশি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বৈঠকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছে এডিবি।

বৈঠক শেষে গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এডিবি খুশি জানিয়ে এডিমন গিনটিং বলেন, অর্থনীতিতে সঠিক পথেই এগুচ্ছে বাংলাদেশ।

নির্বাচনের আগে অনেক প্রশ্ন থাকলেও নির্বাচনের পড়ে বাংলাদেশ নিয়ে আর কোন প্রশ্ন নেই বলে জানান এডিবি'র কান্ট্রি ডিরেক্টর।

এসএসএস