নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান | ছবি: সংগৃহীত
0

নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ (শুক্রবার, ১৬ মে) সকালে রাজধানীর প্রেসক্লাবে লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এসময় জুন মাসের মধ্যে সংস্কার চূড়ান্ত করে ডিসেম্বরে নির্বাচনের আহ্বানও জানিয়েছেন তিনি। তার মতে, বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব এখনো কোন রাজনৈতিক দল দেয়নি। 

তিনি বলেন, ‘নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই।’

এ আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘করিডোর নিয়ে সিদ্ধান্ত দেয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়, এই সরকারের দায়িত্ব দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দেয়া।’ 

জনগণের দ্বারা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তিনি।

এসএইচ