সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ নাসির

.
ক্রিকেট
এখন মাঠে
0

দুর্নীতির দায়ে সবধরণের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) তার বিরুদ্ধে এমন রায় দেয় আইসিসি।

গেল সেপ্টেম্বরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগে খেলতে গিয়ে জুয়াড়িদের কাছ থেকে ৭৫০ ডলার সমমূল্যের একটি আইফোন-টুয়েলভ নেন নাসির।

তবে সেসময় বিষয়টি গোপন করলেও, জিজ্ঞাসাবাদে সেটি স্বীকার করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। ফলে দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গ হওয়ায় তাকে ২ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

২০২৫ সালের ৭ এপ্রিল আবারও সবধরণের ক্রিকেটে ফিরতে পারবেন বাংলাদেশের হয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নাসির।