গেল সেপ্টেম্বরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগে খেলতে গিয়ে জুয়াড়িদের কাছ থেকে ৭৫০ ডলার সমমূল্যের একটি আইফোন-টুয়েলভ নেন নাসির।
তবে সেসময় বিষয়টি গোপন করলেও, জিজ্ঞাসাবাদে সেটি স্বীকার করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। ফলে দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গ হওয়ায় তাকে ২ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
২০২৫ সালের ৭ এপ্রিল আবারও সবধরণের ক্রিকেটে ফিরতে পারবেন বাংলাদেশের হয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নাসির।