বিদেশে এখন
0

এশিয়ার বেশিরভাগ দেশে তীব্র শীত

যুক্তরাষ্ট্রে তীব্র শীতে ২ জনের মৃত্যু, তুষারে ঢাকা গোটা ইউরোপ

ভারতের উত্তর-পশ্চিমদিকের পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়সহ বেশকিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আরও কয়েকদিন। রাজধানী দিল্লির তাপমাত্রার কিছুটা উন্নতি হয়ে ৬ ডিগ্রি সেলসিয়াসে এসেছে। ঘন কুয়াশায় ছেয়ে আছে পুরো দিল্লি শহর। শহরবাসীকে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। ভারতের আবহাওয়া অফিস বলছে, আগামী তিনদিন দেশটির তাপমাত্রা ৪ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

এদিকে, উত্তরপ্রদেশের মুজাফফরনগরে সর্বনিম্ন তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা দ্বিতীয় দিনেও কানপুর, আগ্রাসহ বেশকিছু অঞ্চলে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রির মধ্যে আছে।

পাকিস্তানের ইসলামাবাদে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া, খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে ঘন কুয়াশার সঙ্গে তীব্র ঠাণ্ডা বাতাস বইছে। দু'দিনের মধ্যে আজাদ কাশ্মীরসহ দেশটির পাহাড়ি অঞ্চলে তুষারপাতের শঙ্কা আছে বলে জানায় আবহাওয়া অফিস।

এছাড়া, নেপালের কাঠমান্ডু, জাপানের টোকিওসহ এশিয়ার বেশকিছু অঞ্চলে তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে। চীনের বেইজিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। খারাপ আবহাওয়ায় বাতিল করা হয়েছে বেশকিছু ফ্লাইট।

আগামী সপ্তাহেও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশে তীব্র শীত ও ভারি তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। মন্টানা ও পশ্চিম ডাকোটা অঙ্গরাজ্যের তাপমাত্রা মাইনাস ৬৫ ডিগ্রিতে নেমে এসেছে। ক্যালিফোর্নিয়ায় তুষারধসে মারা গেছেন একজন। এছাড়া, মিনেসোটাতে গাড়ির চাকা বরফে পিছলে লেকে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্রজুড়ে সাড়ে ৪ কোটি বাসিন্দাকে তীব্র শীতের জন্য সতর্কবার্তা দেয়া হয়েছে। বিদ্যুৎহীন সাড়ে ৪ লাখের বেশি ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ৫ হাজার ফ্লাইটের শিডিউল বাতিল ও পরিবর্তন করা হয়েছে। শীতকালীন স্থানীয় ফুটবল ম্যাচসহ সব ধরনের খেলা স্থগিত রেখেছে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ। শিকাগো, ইলিন, উইসকনসিনসহ বেশ কয়েকটি অঞ্চলে কয়েক ইঞ্চি পুরো বরফ জমাট বেঁধেছে।

ইউরোপের বেশিরভাগ দেশ প্রচণ্ড তুষারপাতে ঢেকে গেছে। শহর ও নগরের বিস্তীর্ণ এলাকা জমে আছে সাদা বরফে। ইউরোপের বেশিরভাগ দেশেই তাপমাত্রা মাইনাস ও শূন্যের কাছাকাছি। জার্মানি, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ডসহ কয়েকটি দেশের তাপমাত্রা মাইনাস ১০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এসএসএস