অন্যান্য
সংস্কৃতি ও বিনোদন
0

ডেভিড কপারফিল্ড - আপাদমস্তক একটি জাদুঘর!

Kaniz Fatima

“ছু মন্তর ছুহ!” – ম্যাজিক বা জাদুর বহু পুরোন মন্ত্র। জাদু বলতে অনেকের মনেই নেতিবাচক কিছু আসে। একসময় জাদু ছিল বিনোদনের বড় মাধ্যম। টিভি ম্যাগাজিন বা বিনোদনমূলক অনুষ্ঠান জাদু ছাড়া ছিল অপূর্ণ। শহর কিংবা গ্রামে একক জাদু বা ‘ম্যাজিক শো’-ও ছিল জনপ্রিয় ইভেন্ট। জাদুপ্রেমীদের কাছে জনপ্রিয় একটি নাম ডেভিড কপারফিল্ড। কোথায় আছেন বিখ্যাত এই জাদুকর?

ইতিহাসে বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল জাদুকর যুক্তরাষ্ট্রের ডেভিড কপারফিল্ড। আকর্ষণীয় ব্যক্তিত্বের লিভিং লিজেন্ড। মাত্র ১৭ বছর বয়স থেকেই ম্যাজিক শুরু করেন তিনি। এখন পর্যন্ত জাদুর ওপর ১৭টি টিভি অনুষ্ঠান করেছেন ডেভিড কপারফিল্ড। তাঁর জাদু দেখতে টিকেটবাবদ প্রায় সাড়ে ৩ কোটি মানুষ প্রায় ৪ বিলিয়ন ডলার খরচ করেছে।

এমি অ্যাওয়ার্ডের জন্য ৪০ বার মনোনীত হয়ে ২১ বারই জিতে নিয়েছেন তিনি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ১১ বার নাম উঠেছে তাঁর। ফ্রান্স সরকার তাঁকে ‘নাইট’ উপাধিও দিয়েছে।

ডেভিড কপারফিল্ডের এত জনপ্রিয়তার কারণ, জাদুতে নতুন নতুন চমক। সবার সামনে উধাও করে দেন আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি! বিশাল উপত্যকার এ পাহাড় থেকে ও পাহাড়ে চলে যান বাতাসে ভেসে! আবার হাজার হাজার মানুষের সামনে হাওয়া করে দেন যাত্রী বোঝাই আস্ত ট্রেন!

তাকে ইতিহাসের দ্বিতীয় জনপ্রিয় জাদুকর বলা হয়ে থাকে। তার আগে প্রথম স্থানে আছেন হ্যারি হুডিনি। ডেভিড কপারফিল্ড বর্তমানে তার জাদুর শো 'ডেভিড কপারফিল্ড: অ্যান ইনটিমেট ইভিনিং অব গ্র্যান্ড ইল্যুশন'-এর দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। ২০০৩ সালে শুরু হওয়া এই ট্যুর এখনও চলছে।

এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া জাদুকর তিনি। পাঁচ দশকেরও দীর্ঘ ক্যারিয়ারে ডেভিড কপারফিল্ডের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলারের কাছাকাছি। বয়স ৬০ পেরোলেও সেই আগের মতোই নিজের জাদুবলে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন দর্শকদের।

ডেভিড কপারফিল্ডের লাস ভেগাসে একটি জাদুঘর রয়েছে। সেখানে তিনি তার জাদুর নিদর্শনগুলো রাখেন। আরও জানা গেছে, এমজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড ক্যাসিনোতে বছরে প্রায় ৫'শ পারফরম্যান্স দেখান কপারফিল্ড। যার মাধ্যমে তিনি বার্ষিক আয় প্রায় ৬০ মিলিয়ন ডলার আয় করেন!

কেফা

এই সম্পর্কিত অন্যান্য খবর