ভোটগ্রহণ শেষ হওয়ার পর রোববার (৭ জানুয়ারি) বিকেল পাঁচটায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করেন বিভিন্ন দেশের পর্যবেক্ষক।
ফিলিস্তিনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাম কুহাইল বলেন, 'আমরা কয়েকটি কেন্দ্রে ভিজিট করেছি। কেন্দ্রে কর্মরত সবাই প্রশিক্ষিত ছিলেন। ভোটগ্রহণ প্রক্রিয়াও ভালো ছিলো। রাজনৈতিক ব্যাখ্যা আমি দিতে পারবো না, কারন আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। সার্বিকভাবে ভোট ভালো হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। বাংলােদশের মানুষের এই নির্বাচন নিয়ে গর্ব করা উচিত।'
রুশ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রে ওয়াই সুতভ জানান, 'খুবই খুবই গোছানো ছিলো নির্বাচনের পরিবেশ। এরসাথে যারা জড়িত ছিল তারা সকল প্রশ্নের জবাব দিয়েছে। মিডিয়া ছিলো। বাংলাদেশের এই নির্বাচন প্রক্রিয়া ভালো ছিলো। বাংলাদেশে গণতন্ত্রের ভালো চর্চা হয়েছে।'
তিনি আরও জানান, 'আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি। এখানে সবাইকে আপনি খুশি করতে পারবেন না। অনেকগুলো দেশেই আমি গিয়েছি। বাংলাদেশের ভোটাররা সক্রিয় ছিল। ভোটাররা এই ভোট প্রক্রিয়ায় অভ্যস্ত ছিলো। তাই এই ভোট বৈধ মনে হয়েছে।'
নির্বাচন শান্তিপূর্ণ ছিল উল্লেখ করে গাম্বিয়া হাই কমিশনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদু মূসা বলেন, 'এই দেশের নির্বাচন কমিশন অনেক দায়িত্বশীল। ইসি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। বিভিন্ন দলের প্রতিনিধিরা একসাথেই ছিলো। সবসময় এই দৃশ্য দেখা যায় না। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে।'