এখন ভোট
0

নির্বাচনে এসে আবার কোরবানী হয়ে যাই কিনা : জিএম কাদের

নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করলো জাতীয় পার্টি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের লাঙ্গল প্রতীকে রংপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই বর্তমানে রংপুরে অবস্থান করছেন তিনি। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন জিএম কাদের। বলেন, 'রংপুরের মত সারাদেশের ভোটের পরিস্থিতি একরকম নয়। দেশের বিভিন্ন জায়গা থেকেই অস্বস্তিকর খবর পাওয়া যাচ্ছে।'

জিএম কাদের বলেন, অনেক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই জাতীয় পার্টির কর্মীদের উপর হামলা হচ্ছে। ভোট সঠিক হবে কিনা বা কি হবে তা নিয়ে এখনো মানুষের মাঝে সংশয় আছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি আরও জানান, 'মাঠে যেহেতু নেমে গেছি এখন আর বর্জন করার কোন পথ নেই। নির্বাচনের পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। তবে লক্ষণ ভালো দেখছি না কিছু কিছু ক্ষেত্রে। সব জায়গায়ই ভালো হওয়ার কথা ছিল। দু-একটা জায়গায়ও যদি ভালো কিছু না হয় সেটাই খারাপ লক্ষণ। পরিবেশ-পরিস্থিতি যেমন, তাতে এ ধরনের অবস্থা হওয়ারই কথা ছিল না। তবে এখনও পুরোপুরি হতাশ কিংবা আশাবাদী হওয়ার সময় আসে নাই। সবসময় আমাদের একটা আশঙ্কা ছিলো যে আমাদের নির্বাচনে এনে আবার কোরবানী দেয়া হয় কিনা। আমাদের কোরবানী দিলে দেশে নিশ্চিতভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হবে।'