বিশেষ করে গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনার পর কমলাপুরে নিরাপত্তা জোড়দার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকেই স্টেশনে আসা সকল যাত্রীদের তল্লাশি করে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেট্রোল টিম , ডগ স্কোয়াডের পাশাপাশি আকাশপথে হেলিকপ্টার দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে র্যাব।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। গতকাল রাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছে। তারপরেও যেসব মোটরসাইকেল চলাচল করছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, যারা যথাযথ কারণ ছাড়া মোটরসাইকেল বের করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় বসানো সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া সোশ্যাল মাধ্যমে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সাইবার ইউনিট মনিটরিং করছে। যে কোন ধরনের নাশকতা রুখতে গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম।
এদিকে নির্বাচন উপলক্ষে অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে ভোট কেন্দ্র, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ভবনের নিরাপত্তা জোরদার ও নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনায় মোট ৪২ হাজার ২৪টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে সেইসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, সম্পাদক বা অনুরূপ কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে সভা করে বা যোগাযোগের মাধ্যমে অথবা দায়িত্ব দিয়ে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করতে হবে।
অন্যদিকে নির্বিঘ্নে নির্ভয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে আসার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। তিনি জানান, ঢাকার ১৫টি আসনের প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুতরাং নাশকতার কোনো আশঙ্কা নেই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব এলাকায় নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি বসানো হয়েছে তল্লাশিচৌকি।
এক বিজ্ঞপ্তিতে র্যাব-৩ জানায়, আগামী রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোস্টের পাশাপাশি রাজধানীর প্রবেশমুখে বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট স্থাপন করা হয়েছে।