আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ভোট বর্জন ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণের সময় একথা বলেন তিনি। সরকারের উদ্দেশ্যে বলেন, 'এখনও সময় আছে দেশের কথা চিন্তা করে পদত্যাগ করুন, তফসিল বাতিল করুন, মন্ত্রীসভা ভেঙে দিন। এখনও সময় আছে দেশের কথা চিন্তা করে আলোচনার পথে আসুন।'
ক্ষমতার জোরে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখলেও বাংলাদেশের মানুষের স্বীকৃতি পাবে না উল্লেখ করে মঈন খান বলেন, 'সরকার জনগণের কাছে নতি স্বীকার করে পদত্যাগ করতে বাধ্য হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবে।'
গেল সোমবার সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ৩ দিনের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেন।





