প্রথমবার কালকিনিতে এসে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সমবেত জনতাকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছোটবোন শেখ রেহানাও ছিলেন।
বিকেল ৪টার দিকে শেখ হাসিনা বক্তব্য শুরু করেন। এ জনপদকে বদলে দিতে সরকারের নেয়া পদক্ষেপের বর্ণনা করতে গিয়ে তিনি প্রয়াত সৈয়দ আবুল হোসেনকে স্মরণ করেন। তিনি বলেন, ‘আজ আবুল হোসেনের কথা মনে পড়ছে। তার আত্মার মাগফিরাত কামনা করছি।’
শেখ হাসিনা আরও বলেন, ‘পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ, আর এখানে কেউ দুর্নীতি করবে এটা কখনও বিশ্বাসযোগ্য ছিলো না। কিন্তু মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল।’
আওয়ামী লীগ সভাপতি বিরোধীদের সমালোচনা করে বলেন, ‘যারা রাজনীতিতে ভুলভাবে এসেছে তারা দেশকে কিছু দিতে পারবে না। আর তাদের রাজনীতি করার অধিকারও নেই।’
শেখ হাসিনা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে সব ষড়যন্ত্রের জবাব দেয়ার আহ্বান জানান তিনি।
মাদারীপুরের এই জনসভার মধ্য দিয়ে পরপর তিন জেলার তৃণমূলকে নিয়ে নির্বাচনী প্রচার সভা শেষ করলেন আওয়ামী লীগ প্রধান। দলীয় সূত্র বলছে, এরপর ঢাকার বাইরে নারায়ণগঞ্জ এবং ফরিদপুরে আরও দুইটি জনসভায় যোগ দেবেন তিনি।