এখন ভোট
0

সব প্রার্থীকে সমান সুযোগ দেয়া হবে: সিইসি

অভিজিৎ শান্ত
সিলেট

নির্বাচনী মাঠে সব প্রার্থীকে সমান সুযোগ দিতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এছাড়াও নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকর বলেও জানান তিনি।

শনিবার (৩০ ডিসেম্বর) সিলেট সার্কিট হাউজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, 'আমরা চাই সকলেই সমান সুযোগ পাক। প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন কারণে পুরোপুরি সমান সুযোগ-সুবিধা নাও হতে পারে। কিন্তু গ্রহণযোগ্য সমান সুযোগ প্রার্থীরা পাচ্ছে কিনা সেটি দেখার বিষয়। আর নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে।'

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর