ডিএসইতে লেনদেন কমেছে ৯৩ হাজার কোটি টাকার বেশি

0

নেতিবাচক প্রবণতায় চলতি বছর শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এতে আগের বছর থেকে নামমাত্র সূচক বাড়লেও লেনদেন কমেছে ৯৩ হাজার কোটি টাকার বেশি।

বছর শেষে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক দিক পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য মতে, ২০২২ সালে ডিএসই’র লেনদেন ছিল ২ লাখ ৩৪ হাজার ৪৪৭ কোটি টাকা। ২০২৩ হিসাব বছরে এ পুঁজিবাজারে ২৪৪ কার্যদিবসে ১ লাখ ৪১ হাজার ৫৯ কোটি ৯৩ লাখ টাকা লেনদেন হয়েছে। ফলে চলতি হিসাব বছরে লেনদেন আগের বছর থেকে ৯৩ হাজার ৩৮৮ কোটি টাকা কম হয়েছে।

এদিকে ২০২৩ হিসাব বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের মোবাইল অ্যাপে লেনদেন হয়েছে ১৬ হাজার ৮৪৮ কোটি ৫১ লাখ টাকা ।

অপরদিকে চলতি হিসাব বছরে ১ জানুয়ারি ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৬২০৬.৮১ পয়েন্ট। বছরের শেষ দিন আজ লেনদেন শেষে সূচকটি দাঁড়িয়েছে ৬২৪৬.৫০ পয়েন্ট। সে হিসেবে এক বছর লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক বেড়েছে ৩৯.৬৯ পয়েন্ট।