ভোটের মাঠে ঘাম ঝরাচ্ছেন সাকিব

0

কথা ছিল সকালে কিছুক্ষণ জনসংযোগের পর ফিটনেস ধরে রাখতে শহরের নোমানী ময়দানে খেলাধুলার মাধ্যমে ঘাম ঝরাবেন বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু ময়দানটা তো বদলে গেছে। রাজনীতির ময়দানে ঘাম ঝরানোর কোন সময় নির্ধারণ করে দেয়া যায় না। তাই মাঠের বদলে মানুষের মনের ময়দানে জায়গা পেতে ঘাম ঝরাতে হচ্ছে তাকে।

ক্রিকেটের মাঠে বার বার জয়ী হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবারে মাঠের লড়াইয়ের চিত্র ভিন্ন। ভোটারের মন জয়ে অলি-গলি আর পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন ক্রিকেটের পোস্টার বয় খ্যাত এই সেলিব্রেটি। এসময় অনেকেই তাকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন।

শহরের ইসলামপুর পাড়ায় সাকিব গেলে সেখানে তাকে নিয়ে ভোট চান তার ক্রিকেট জীবনের প্রথম গুরু সাদ্দাম হোসেন গোর্কিসহ অন্যান্য খেলোয়াড়।

সাকিবের প্রথম ক্রিকেট কোচ বলেন, 'সাকিব সকলের দ্বারে দ্বারে গিয়েছে। আশা করি আমাদের এলাকার মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে।'

জাতীয় দলের সাবেক ফুটবলার অরূপ কুমার বৈদ্য বলেন, 'সাকিব একজন খেলোয়ার তাই আমরা সকল খেলোয়াররা সাকিবের পক্ষে মাঠে নেমেছি। আগে যেমন ছিলাম ভবিষ্যতেও থাকবো।'

মাঠে যেসব খেলোয়াড়দের সঙ্গে কসরত করে সাকিবের ঘাম ঝরানোর কথা ছিল, এখন তার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা জনসংযোগে শীতের সকালে ঘাম ঝরাচ্ছেন। এসময় মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয়ে কাজ করার কথা বলেন তিনি।

মাগুরা ১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান বলেন, 'নতুন নতুন মানুষদের সাথে দেখা হচ্ছে। তাই নতুন নতুন ধারণা হচ্ছে। মানুষ সম্পর্কে জানাটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু মাগুরাতে আমার লম্বা একটা গ্যাপ ছিল। তাই এখন তাদের কথাগুলো শুনলাম।'

অনেককেই বলতে শোনা গেছে, একেই বলে নির্বাচনের মাঠ। যার কোন দৈর্ঘ্য-প্রস্থ নেই। আছে শুধু মানুষের মন পেতে নিরন্তর ছুটে চলা। ৭ জানুয়ারির নির্বাচনে ভোটারদের কেন্দ্রে নেয়া ও নিজের পক্ষে ভোট পাওয়ার মাধ্যমে বিজয়ী হাওয়াই যেখানে মূল লক্ষ্য।