দেশে এখন
এখন ভোট
0

নির্বাচনে রাতের ভোটের সুযোগ নেই: সিইসি

পেশিশক্তি রোধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ

কোনভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

দুপুরে চট্টগ্রামে প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'এক জায়গায় ভোট দিলে সেই ভোট অন্যত্র যাওয়ার কোন সুযোগ নেই। আগের রাতের ভোট দেওয়ার যেসব কথা হচ্ছে সে সম্ভাবনা একদমই নেই তা শতভাগ নিশ্চিত করে বলতে পারি। অনেক কেন্দ্রে ব্যালট পেপার সকালে যাবে।'

নির্বাচনে যাতে কেউ পেশিশক্তি খাটাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকেও তৎপর থাকার নির্দেশ দেন সিইসি। এর আগে সকাল থেকে নগরীর এলজিইডি মিলনায়তনে চট্টগ্রামের ১৬ আসনের ১২২ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় প্রার্থীদের বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে সমাধানের আশ্বাস দেন। পরে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার।