বলেন, বিএনপি দেশে স্থিতিশীলতা চায় না। তাই তারা আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রংপুরের পীরগঞ্জে জনসভায় একথা বলেন আওয়ামী লীগ প্রধান।
রংপুরে দিনভর নির্বাচনী প্রচার চালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনী সফরে উত্তরের জনপদ রংপুরে দিনব্যাপী কর্মসূচির ২য় ভাগের শুরুতেই লালাদিঘির ফতেহপুরে স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর কিছু সময় কাটিয়ে বেলা সাড়ে তিনটায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
রংপুর ৬ এর নৌকার প্রার্থী, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বক্তব্যের পরপরই জনগণের অপেক্ষার পালা শেষ করে বক্তব্য দিতে ওঠেন শেখ হাসিনা। শুরুতেই এই আসনের নৌকার মাঝিকে পরিচিত করিয়ে দেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে দলের সভাপতি গত ১৫ বছরে আওয়ামী লীগের নেয়া নানা উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ ওয়াদা দিলে সেটা রাখে।
এসময় প্রধানমন্ত্রী নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা করা হচ্ছে জানিয়ে বলেন, বিএনপি দেশে স্থিতিশীলতা চায় না। অগ্নি সন্ত্রাস প্রতিহত করতে হবে জনগণকেই।
সকলকে একত্রে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আওয়ামী লীগ প্রধান। বলেন, নৌকা মার্কাই একমাত্র সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে।
এসময় তিনি রংপুরের আঞ্চলিক ভাষায় পূত্রবধু হিসেবে উপস্থিত জনগণের কাছে নৌকার পক্ষে সমর্থন চান।
এরআগে উত্তরাঞ্চলের মঙ্গা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে আরও বড় উন্নয়নের প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রংপুরের তারাগঞ্জে নৌকা প্রতীকের প্রার্থীর পথসভায় এসব কথা বলেন তিনি।
শীতের সকালে শেখ হাসিনার আগমন ঘিরে রংপুরের তারাগঞ্জের সরকারি কলেজ মাঠ ভরে যায় কানায় কানায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মী সমর্থক আর সাধারণ ভোটারের স্লোগানে মুখর হয় পুরো তারাগঞ্জ।
শেখ হাসিনা সৈয়দপুর বিমানবন্দরে নেমে বেলা ১২টায় সভামঞ্চে পৌঁছান। কানায় কানায় পূর্ণ মাঠে বঙ্গবন্ধু তনয়া শুভেচ্ছা জানান হাত নেড়ে।
পথসভায় যোগ দিয়ে গেল ১৫ বছরে উন্নয়নের কথা স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ প্রধান। মঙ্গা মোকাবিলায় তার সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে দেখান আরও বড় উন্নয়নের স্বপ্ন।
এসময় বদরগঞ্জ-তারাগঞ্জ নিয়ে গঠিত রংপুর-২ আসনের প্রার্থীর পক্ষে ভোট চান শেখ হাসিনা। বলেন, নৌকায় ভোট দিলে দেশ এগিয়ে যায়, জীবনমান উন্নত হয়।
এরপর মিঠাপুকুরে পথসভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি। নৌকাকে ভোট দেয়ার আহ্বান জানান আবারও।
রংপুরের ছয়টি আসনের চারটিতে নৌকা নিয়ে লড়ছেন সরকার দলীয় প্রার্থীরা। আর দুটি আসন ছেড়ে দেয়া হয়েছে জাতীয় পার্টিকে।