গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। হামলার কারণে শরণার্থী শিবির থেকে আহতদের বের করাও সম্ভব হচ্ছে না। দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনা অভিযান অব্যাহত আছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, যুদ্ধবিরতি কার্যকর না করলে যেকোন সময় ভয়াবহ ট্রাজেডি দেখা দেবে। ৩৬ টি হাসপাতালের মধ্যে সচল আছে মাত্র ৯টি।
পশ্চিমতীরের জেনিন, নাবলুসেও অব্যাহত আছে সেনা অভিযান। ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ২০ হাজার ৪শ' ২৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদিকে হামাস বলছে, গেল ৪ দিনে ইসরাইলের ৪৮ সেনাকে হত্যা করা হয়েছে।