রোববার (২৪ডিসেম্বর) বিকালে নিজ নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন সাবেক এই ক্রিকেট তারকা।
রোববার নড়াইল কালনা ঘাটে প্রথম পথসভায় বক্তব্য রাখেন তিনি। পরে নড়াইল-যশোর মহাসড়কের কয়েকটি স্থানে নৌকা সমার্থকদের সাথে কুশল বিনিময় করেন মাশরাফি। এ সময় নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জানুয়ারির ৭ তারিখ কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বন জানান মাশরাফি।
নড়াইলের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন তার সঙ্গে।
নড়াইল-২ আসনে মাশরাফির প্রতিদ্বন্দী রয়েছেন পাঁচ জন। তারা হলেন ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান ও ইসলামি ঐক্যজোটের মোঃ মাহবুবুর রহমান।
এর আগে ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মাশরাফি।