বড়দিন উদযাপনে পুরোপুরি প্রস্তুত ক্যাথলিক খ্রিস্টানদের এই পূণ্যভূমি। উৎসব উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে সাজানো হয়েছে ক্রিস্টমাস ট্রি। পাশেই বসানো হয়েছে যিশুর জন্ম দৃশ্যের ভাস্কর্য।
ভাস্কর্যে যিশু খ্রিস্টের জন্মদৃশ্য
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসব ঘিরে ভালো লাভের আশা বাংলাদেশি ব্যবসায়ীদের।
প্রবাসী ব্যবসায়ীরা বলেন, 'এই উৎসবকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভ্যাটিকান সিটিতে লোক আসা শুরু হয়েছে। আশা করছি এবার আমাদের ব্যবসা আগের তুলনায় ভালো হবে।'
বর্ণিল আলোক সজ্জায় অপরূপ সাজে সেজেছে ইতালির রোমের প্রধান চত্বরগুলো। আলো ঝলমলে গুরুত্বপূর্ণ রাস্তা ভিয়া দেল কোরসোসহ রোমের অলিগলি। স্পেনিশ স্টেপস ও পিয়াচ্ছা দেল পপলোতে ক্রিস্টমাস ট্রি দেখতেও ভিড় করেছে অনেকে।
দর্শনার্থীরা জানান, 'বড়দিন উপলক্ষে পরিবারের সকলে মিলে ঘুরতে আসা। আয়োজন অনেক সুন্দর হয়েছে।'
রোমের ভিল্লা বর্গেজেসহ বিভিন্ন স্থানে অস্থায়ী মেলায় প্রভাব পড়েছে উৎসব আনন্দের।
বড়দিনের আলোক সজ্জার মতো শান্তির আলোয় আলোকিত হোক বিশ্ব। এমনটাই প্রত্যাশা যিশুপ্রেমিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের।