প্রবাস
0

বড়দিনে ভালো ব্যবসার আশা প্রবাসী ব্যবসায়ীদের

ইতালির রোম শহরে অবস্থিত বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।

খ্রিস্টান ধর্মালবম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস উদযাপন ঘিরে ভ্যাটিক্যান সিটিতে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে স্থাপন করা হয়েছে বড়দিনের অন্যতম আকর্ষণ ক্রিসমাস ট্রি।

২৮ মিটার উঁচু গাছটি সংগ্রহ করা হয়েছে উত্তরের কুনিও এলাকার আলবার্তো বন থেকে। এখন চলছে গাছটির সৌন্দর্য বর্ধনের সবশেষ প্রস্তুতি। এছাড়াও স্থাপন করা হবে ন্যাভিটি বা যিশুর জন্মদৃশ্যের ভাস্কর্য।

আগামী ৯ ডিসেম্বর কার্ডিনাল ফের্নান্দো ভার্জেজ আলজাগার সভাপতিত্বে উদ্বোধন করা হবে ভাস্কর্য ও গাছের আলোকসজ্জা। গোটা সেন্ট পিটার্স স্কয়ারের এই মায়াবি দৃশ্য উপভোগ করতে জড়ো হবেন অসংখ্য দর্শনার্থী। ৬ জানুয়ারির পর বড়দিনের আনুষ্ঠানিকতা শেষে গাছটি দান করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের খেলনা প্রস্তুতকারী সংস্থাকে।

ইতালি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের আয়ের অন্যতম সময় বড়দিন। এবারের বড়দিনেও ভালো বেচাকেনা হবে বলে আশাবাদী তারা।

তারা বলেন, করোনার কারণে এরআগে ভালো ব্যবসা করতে পারিনি। এবার আশা করছি ভালো বিক্রি হবে। ক্রেতাদের জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছি।

খ্রিস্টানদের কাছে বড়দিনের ধর্মীয় তাৎপর্য ও গুরুত্ব অসামান্য। বিশ্বের সব মানুষের শান্তি কামনা ও যুদ্ধ বন্ধের জন্য সেন্ট পিটার্স স্কয়ার থেকে এদিন বিশেষ প্রার্থনা করবেন পোপ ষোড়শ ফ্রান্সিস।