এরপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় মিরপুরের উইকেটকে আইসিসির ডিমেরিট পয়েন্ট দেয়ায়। এখন প্রশ্ন উঠছে, বারবার একই উইকেট নিয়ে কেন সমালোচনায় পড়ে দেশের ক্রিকেট?
বিসিবি’র গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘প্রতি বছরে দেশে অনেক খেলা হয়। এছাড়া আন্তর্জাতিক ম্যাচের বেশিরভাগ মিরপুর স্টেডিয়ামে হয়েছে। আর আমাদের মাঠের স্বল্পতা কারণেই এই মাঠের ওপর অত্যাচার করে যাচ্ছি। এটা কিন্তু কেউ বলছে না। ’
হোম অব ক্রিকেটে ম্যাচের অতিরিক্ত চাপের পাশাপাশি পিচ কিউরেটর গামিনি ডিসিলভাকে বারবার দোষারোপ করা হলেও বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান অবশ্য বলছেন অন্য কথা। বারবার সংবাদের শিরোনাম করে গামিনিকে ভিলেন বানানোর কোন যৌক্তিকতা নেই বলছেন ক্রিকেট বোর্ডের প্রভাবশালী এই পরিচালক।
বিসিবি’র গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। ছবি: এখন টিভি
মাহবুব আনাম আরও বলেন, ‘অনেক অসত্য তথ্য গণমাধ্যমে আসছে। আমাকেও জড়িয়ে অনেক তথ্য দেখেছি।”
সাকিব আল হাসান একবার বলেছিলেন, মিরপুরের উইকেটে ব্যাটিং করলে হুমকির মুখে পড়বে ব্যাটারদের ক্যারিয়ার। তাহলে এ থেকে উত্তরণের উপায় কী শুধুমাত্র ম্যাচ কম খেলানো?