পরিষেবা
অর্থনীতি
0

রাজশাহীতে সেরা করদাতা সম্মাননা পেলেন ৪২ জন

এম সুজন আকন
রাজশাহী

কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে চারটি ক্যাটাগরিতে ৪২ জন করদাতাকে সেরা করদাতা সম্মাননা স্মারক ও সনদ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় নগরীর কাজীহাটা এলাকায় এক রেস্তোরাঁয় এ সম্মাননার আয়োজন করা হয়।

এতে ছয় অঞ্চলের সেরা করদাতারা অংশগ্রহণ করেন। এসময় দীর্ঘদিন কর প্রদানকারি, সর্বোচ্চ করপ্রদানকারি, তরুণ করদাতাসহ চার ক্যাটাগরির সেরাদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে কর প্রদানকারীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়াও দেশের উন্নয়ন ও করোনাকালে করদাতাদের ভূমিকার প্রশংসা করেন কর্মকর্তারা।

কর অঞ্চল- রাজশাহী কর কমিশনার মো. শাহ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

আগামীতে সেরাদের সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা করেন কর কমিশনার।

অনুষ্ঠানে সিটি করপোরেশন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও নওগাঁ জেলার চারটি ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়।

এমএসএ

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর