এয়ারপোর্ট থেকে মিরপুর, সবখানেই পেলেন রাজকীয় সংবর্ধনা। তাদের কুর্নিশ করতেও হাজির পরিবারের সদস্যরা, তবে এই অর্জনে এখানে থেমে থাকতে চান না। তাদের লক্ষ্য এবার বিশ্বকাপ।
অধিনায়ক রাব্বি বলেন, 'আমাদের জন্য এটি একটি বড় প্রাপ্তি, সামনে আমাদের বিশ্বকাপ আছে, এশিয়া কাপ থেকে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিতে পেরেছি।'
ব্যাটার শিবলি বলেন, 'ভালো করার ইচ্ছে সবারই থাকে। আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে খেলার। আর ফলাফল যা হবে তা তো পরে দেখাই যাবে।'
ব্যাটিং বোলিং ফিল্ডিং, এশিয়া কাপে সবখানেই আলো ছড়িয়েছেন অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা, রাব্বির বিশ্বাস ছেলেদের এই ধারাবাহিকতা ধরে রাখলে বিশ্বকাপ অর্জনও সম্ভব।
রাব্বি আরও বলেন, 'দলের সবাই খুব ভালো খেলছে। তাদের সবার সাপোর্ট না পেলে এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।'
ছেলেদের এমন পারফরম্যান্সের পেছেনে কৃতিত্ব রয়েছে টিম ম্যানেজমেন্টের, যা অধিনায়কের কথায় স্পষ্ট।
অধিনায়ক বলেন, 'দলের ম্যানেজমেন্ট খুব ভালো সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের। বিদেশি কোচ নিয়োগ দিয়েছে আমাদের জন্য।'
এশিয়া কাপ জয় দিয়ে শুরু করা যুবাদের শেষটা হোক বিশ্বকাপ অর্জন দিয়ে। এমনটাই চাওয়া ক্রিকেট ভক্তদের।