বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের এই দুই খেলোয়ারকে কাছে পেয়ে ভক্তরাও আনন্দ-উচ্ছাসে মেতে উঠেন। আর এশিয়া কাপ জয়ী সন্তানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির মা ইসমত আরা বেগম।
আসছে বছরই মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তাই যুবাদের কাছ থেকে আশার পাল্লাটাও ভারী হয়েছে। রাব্বির এতোদূর আসার গল্প খুব সহজ ছিল না।
রাব্বির বড় ভাই শহিদুল ইসলাম রাসেল বলেন, ‘ছোটবেলা থেকেই রাব্বি ভালো খেলতো। এলাকায় খেলা হলে সবাই রাব্বিকে দলে নেয়ার চেষ্টা করতো।’
অলরাউন্ডার জিসান আলম বলেন, ‘এ জয় আমাদেরকে আত্মবিশ্বাসী করেছে। আশা করি, বিশ্বকাপেও ভালো খেলতে পারবো।’
এদিকে এই জয় যেন চাপ তৈরি না করে সেদিকে খেয়াল রাখতে হবে বলে মনে করেন যুবা দলের অধিনায়ক রাব্বি।
রাব্বি আরও বলেন, ‘বিশ্বকাপে ভালো খেলার জন্য আমরা আত্মবিশ্বাসী। আর প্রস্তুতি নিয়ে যদি ভালো খেলতে পারি তাহলে দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবো।’
এশিয়া কাপের মতো বিশ্বকাপেও বাংলাদেশের যুবারা ভালো পারফরম্যান্স দিয়ে বিশ্বদরবারে দেশের সম্মান বয়ে আনবে এমন প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।