শেষ হলো দুবাই বাংলাদেশ বইমেলা

.
প্রবাস
বিদেশে এখন
0

জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো দুবাই বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত তিনদিনের বইমেলার। সমাপনী দিন মূল মঞ্চে ছিল বিশেষ আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজন।

সমাপনী দিনের মেলা শুরু হয় বাংলাদেশ ও আমিরাতে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরের সংস্কৃতির সেতু বন্ধন, জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা, পাঠক, লেখক ও প্রকাশকদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা দিয়ে। এরপর কয়েকটি বিভাগে মনোনীতদের সম্মাননা দেয়া হয়। এসময় সাংবাদিকতায় অবদানে ১৫ জনকে বিশেষ সনদ তুলে দেন অতিথিরা।

আয়োজকরা বলছেন, বই বেচা-কেনা আর প্রবাসীদের অংশগ্রহণের মাধ্যমে মেলা সফল হয়েছে।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, ‘বাংলা ভাষার সাহিত্য, সংস্কৃতি এবং বাংলাদেশের ঐতিহ্য সব কিছুই আমরা এখানে তুলে ধরেছি।’

বইমেলায় বিভিন্ন দেশ থেকে আগত লেখকরা বলেন, দুবাইয়ের বইমেলা প্রবাসে বাংলা সাহিত্যচর্চার জাগরণ তৈরি করেছে।

মেলায় বড়দের পাশাপাশি শিশু কিশোরদের বইয়ের চাহিদা ছিল বেশ। বইয়ের পাশাপাশি খাবারের দোকানগুলোতেও ছিল বেশ জমজমাট বেচাকেনা।

প্রবাসীরা বলছেন, দেশের বাইরে এমন মেলা সবাইকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সাথে আরও বেশি সম্পৃক্ত করে তুলবে। পাশাপাশি অবসর বিনোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: